হাতীবান্ধায় বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ১

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ সাইফুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৫ মে) উপজেলার নওদাবাস ইউনিয়নের পুর্ব নওদাবাস ৮ নং ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সাইফুর রহমান ৮ নং ওয়ার্ডের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আব্দুল গফুরের ছেলে সাইফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১৭৫ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়। সাইফুর রহমান ২০২১ সালে হাতীবান্ধায় পুলিশের উপর হামলার একটি মামলার এজাহার ভুক্ত আসামিও ছিলেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ি থেকে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (ভোর ৫:০৭)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১