মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌরসভাধীন বাজার সংলগ্ন (উত্তর) কাছিয়াড়া গাজী বাড়ির অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুর রব গাজী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৭ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৫ টায় চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে।
পারিবারিক সুত্রে জানা যায়,আব্দুর রব গাজী, ৭ মে রোববার ফরিদগঞ্জ বাজারের তার নিজস্ব গাজী মার্কেটের ২য় তলার ছাদ থেকে পড়ে গুরতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ ডায়াবেটিস সেন্টার (হাসপাতালে) নিলে চিকিৎসারত অবস্হায় তিনি মৃত্যুবরণ করেন।
অবসর প্রাপ্ত হাবিলদার আব্দুর রব গাজী একজন সামাজিক, ধর্মীয় ও ন্যায় পরায়ন লোক ছিলেন। এবং তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন। আগামীকাল সোমবার( ৮ মে ) সকাল ৯টায় ফরিদগঞ্জ পৌরসভার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। নির্ধারিত সময় সকল ধর্মপ্রান মুসলিমদের জানাজা নামাজে শরীক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় আহব্বান জানান শোকাহত পরিবার।