নতুন ব্রিজ পেয়ে আনন্দিত ডাবুয়া-আইলীখীলের মানুষ- ২১ মে উদ্বোধন হবে

রাউজান প্রতিনিধি:
গত ২০১৮ সালে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেঙে পড়া
রাউজানের হলদিয়া-আইলী খীল সড়ক পথের ডাবুয়া খালের উপর ব্রিজটি কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষা।জানা যায়, চার বছর পর নতুন ব্রিজ পাওয়ায় ডাবুয়া-আইলী খীল গ্রামের শত শত মানুষ ও স্কুল শিক্ষার্থীরা আনন্দিত।এতদিনে গ্রামের মানুষের দুর্ভোগ শেষ হয়েছে বলে । নতুন ব্রিজ পেয়ে স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রামবাসী।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সুপারিশে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় তিন কোটি ৫৪ লাখ ৭১ হাজার ২০৯ টাকা ব্যয়ে ৩৮ মিটার দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণ করা হয়। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, হলদিয়া – আইলী খীলের ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২১মে এই ব্রিজ উদ্বোধন করা হবে। রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর বলেন,আগামী ২১মে এই ব্রিজ উদ্বোধন করবেন তরুণ প্রজন্মের আইকন ফারাজ করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১:১০)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০