থানা পরিদর্শনে এসে বৃক্ষ রোপন সহ মৎস অবমুক্ত করলেন অতিরিক্তি ডিআইজি

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী থানা ও অতিরিক্তি পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) অফিস পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ এর অতিরিক্তি (ডিআইজি) পুলিশ উপ-মহাপরিদর্শক (অপারেশন ) এসএম রশিদুল হক (পিপিএম সেবা)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তিনি ফুলবাড়ী সার্কেল অফিস ও থানা পরিদর্শণে আসেন।
পরিদর্শনকালে থানা চত্তরে শোভা বর্ধন সহ থানা কর্তৃপক্ষের নানা পদক্ষেপে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনে এসে থানার পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে থানা চত্তরে একটি ফলবান বৃক্ষ রোপন করেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্তি পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত দায়িত্ব) শেখ মো.জিন্নাহ আল মামুন, ফুলবাড়ী সার্কেলের পুলিশ পরিদর্শক আকরাম হোসেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামসহ ফুলবাড়ী ও পার্ববতীপুর থানার পদস্থ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী সার্কেল ( অতিরিক্তি দায়িত্ব) অতিরিক্তি পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন এসেছেন।
এদিকে অতিরিক্তি উপ-মহাপুলিশ পরিদর্শক আগমন উপলক্ষে নানা রঙ্গের বেলুন ফেন্টুন ও রঙিন পতাকা দিয়ে থানা চত্তরে সাজ-সজ্জা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১:০০)
  • ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০