মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: “সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এই পপ্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, সোনালী ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক নাদের সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তারা বলেন,বর্তমান সরকারের জনবান্ধব কার্যক্রমের মধ্যে অন্যতম সর্বজনীন পেনশন স্কিম। এ সম্পর্কে জন সাধারণকে সচেতন করার লক্ষে এ আয়োজন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের পেনশন স্কিম সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাখা ব্যবস্থাপক নাদের সরকার।
প্রেরক,
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল ০১৭৭০০৭০১১১