চট্টগ্রাম ৬ আসনে আ.লীগের প্রার্থী ফজলে করিম চৌধুরী মনোনয়ন পত্র জমা দিলেন রিটানিং অফিসারের কাছে

শাহাদাত হোসেন, রাউজান চট্টগ্রাম :
দলীয় মনোনয়ন পাওয়া চট্টগ্রাম -৬ রাউজান আসনের সংসদ সদস্য প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী মনোনয়ন পত্র জমা দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক রিটানিং অফিসার আবুল বাসার মোঃ ফখরুজ্জমানের কার্যালয়ে । মঙ্গলবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক রিটানিং অফিসার আবুল বাসার মোঃ ফখরুজ্জমানের কাছে মনোনয়ন পত্র জমা দেয় এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজাহান ইকবাল, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ । মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এবি এম ফজলে করিম চৌধুরী বলেন চট্টগ্রাম ৬ রাউজান আসনে রাউজানবাসী আমাকে ২০০১ সাল থেতে ২০১৮ সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন । আমি রাউজানবাসীর ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাউজানের উন্নয়ন কাজ করেছি। রাউজানকে সন্ত্রাসমুক্ত করেছি । এক সময়ের সন্ত্রাসের জনপদ রাউজানকে শান্তির জনপদে পরিণত করেছি । আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে রাউজানবাসী আমাকে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করবে। নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী অংশ গ্রহন করুক জনগন ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া এবি এম ফজলে করিম চৌধুরী গত ৯৬ সালের সংসদ নির্বাচনে রাউজান আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন । ৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কাছ থেকে পরাজিত হয় ফজলে করিম চৌধুরী। পরবর্তী ২০০১, ২০০৯, ২০১৪, ২০১৮ সালের সংসদ নির্বাচনে পর পর টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফজলে করিম চৌধুরী। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামছে দুই স্বতন্ত্র প্রার্থী সহ ৭জন প্রার্থী তারা হলেন,রাউজান সুলতানপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, ডাবুয়ার বাসিন্দা আইনজীবি শফিউল আজম, জাতীয় পাটির প্রার্থী সফিক উল আলম, ইসলামিক ফ্রন্ট জুবায়ের গ্রুপের প্রার্থী বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন এলাকার ব্যবসায়ী স.ম জাফর উল্লাহ, ইসলামিক ফন্ট মতিন গ্রুপের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী, তৃণমুল বিএনপির প্রার্থী জিয়াউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আল্লামা মুফতি ফয়েজ উল্লাহ । চট্টগ্রাম ৬ রাউজান আসনে স্বতন্ত্র প্রার্থী আইনজীবি শফিউল আজম বলেন, নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবো । রিটানিং অফিসারের কার্যলয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি । রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য সকল প্রক্রিয় সম্পন্ন করা কাজ চালিয়ে যাচ্ছি । প্রক্রিয় শেষ হলে রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেব । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারের নির্দেশ মতো রাউজানের সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেছি । নিবাচন পরিচালনা করতে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার সহ সকল কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে । ২শত ৪৩ বর্গকিলেমিটার আয়তনের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার আগামী ৭জানুয়ারী নতুন ১১টি ভোট কেন্দ্রসহ ৯৫টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৯:২৭)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০