মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাজাবিরাট এলাকার মিজানুর রহমানের ছেলে। বুধবার (১১ মে) সকাল সাত টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি নামক স্থানে মৌসুমী তেলের পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  সিহাব বাড়ী থেকে অত্যন্ত  দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ শহরে আসার সময় উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত সিহাবকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (ভোর ৫:১২)
  • ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১