সুজন পোদ্দার, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কচুয়ায় দিন ব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কারিগরি সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। সেমিনারে উপজেলার ৫০ জন কৃষকদের মাঝে কৃষি আবহাওয়া তথ্য কিভাবে সংগ্রহ করে তা কৃষি উৎপাদনে ব্যবহার করতে হয় সেগুলো হাতে কলমে শিখানো হয়। বর্তমান ডিজিটাল সরকারের অন্যতম প্রধান উদ্যোগ স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বামিস পোর্টালের মাধ্যমে কৃষকদের প্রতি রবিবার এবং বুধবার জেলা বুলেটিন প্রকাশ করে নিয়মিত আবহাওয়া পূর্বাভাস দেওয়া হচ্ছে।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন প্রমুখ। বক্তরা টেকসই কৃষি উন্নয়নে কৃষি আবহাওয়া তথ্যের উপর গুরুত্ব আরোপ করেন।
আপডেট টাইম : মঙ্গলবার, জুন ১৪, ২০২২, ১৫৮ বার পঠিত
