হাতীবান্ধায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্য বীজ ও সার বিতরন

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি :
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রনোদনার আওতায় লালমনিরহাটের হাতীবান্ধা চলতি মৌসুমে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্ত্বিক কৃষদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
বিতরণকালে উপস্থিত ছিলেন,  হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আ.লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক প্রমুখ।
প্রনোদনা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, আগে সারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো। এখন আর আগের দিন নেই, সার ঘুরছে এখন কৃষকের পিছনে।
চলতি আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে প্রনোদনার আওতায়  ৫ কেজি
 আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ টিএসপি সার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:৩১)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০