চাঁদপুরে সড়ক দূঘটনা আহত রিকশা চালক খোরশেদ আলমকে দেখতে গেলেন দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক

 

স্টাফ রিপোটার
চাঁদপুর-রায়পুর সড়কের সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় ইঞ্জিন চালিত অটোরিকশা উল্টে রিপন (৩৫) মো. লিটন (৪০) ও মাসুদ পাটওয়ারী (৫৫) নামে তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক খোরশেদ (৬০)। হাসপাতালে মৃত্যুর সাথে পান্ঞ্জা লড়ছে।

শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত আনুমানিক পৌঁনে ৯টার দিকে ওই সড়কের বাগড়া বাজারের লেবু তলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই ৩ জন নিহত হয় মোহান আল্লাহ রাসুল অটোরিকশা চালক খোরশেদ আলম প্রানে বেচে যায়। তবে

আহত চালক খোরশেদ আলম এর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৩ নংওয়ার্ডে মৃত্যু মতিন শেখের ছেলে। তাহার ১ মেয়ে সন্তান রয়েছে অসহায় অটোরিকশা চালিয়েয় দিনজাপন করেন। তিনি মাইজ ভান্ডার দরবার শরীফের শাহ সুফি আলহাজ সৈয়াদ মইনুদ্দীন আল-হাসানি আল-হোসাইনি এর ভক্ত। এই ঘটনা শুনে আহত খোরশেদ আলমকে চাঁদপুর হাসপাতালে দেখতে ছুটে গেলেন মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোঃ এরশাদ খান, এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ কবির হোসেন, আব্দুল মালেক মিয়াজী,মোঃ লিটন দেওয়ানসহ নেতৃবৃন্দরা। পরে তার চিগিৎসার খুজখবর নেয়। আহত চালক খোরশেদ আলম বলেন

আমি যাত্রী নিয়ে চৌরাস্তা এলাকার দিকে যাচ্ছিলাম । এ সময় পিছন দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি আমার অটোরিকশাকে ধাক্কা দেয় অটোরিকশাটি সাথে সাথে উল্টে যায়। তাৎক্ষনিক আশপাশের লোকজনের সহযোগিতায় আমাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কি হয়েছে আমি আর যানিনা তবে আমাকে মহান আল্লাহ রাসুল বাচিয়েছে আপনেরা আমার জন্য একটু দোয়া করবেন আমার এই মেয়ে সন্তান টা রয়েছে আমার কোন ছেলে সন্তান নেই।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:১২)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০