কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন সাংবাদিক ফোরামের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনলাইন সাংবাদিক ফোরামের আয়োজনে ও মোঃ মমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন, চিলমারী মডেল অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুল আমিন সরকার, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্রীঃ শ্যামল কুমার বর্ম্মণ, সাপ্তাহিক সহযোগী পত্রিকার নির্বাহী সম্পাদক ও অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ভয়েস অফ চিলমারী অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রুবেল মিয়া, দৈনিক ইনকিলাব পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ ফয়সাল হক রকি, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার চিলমারী প্রতিনিধি এস এম রাফি প্রমূখ উপস্থিত ছিলেন।