বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিরীহ মানুষের সেবায় লিগ্যাল – এডঃ বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

 

মোঃ হোসেন গাজী।।

”বিনা খরচে নিন আইন সহায়তা শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” তৃণমূল পর্যায়ে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তার ও জনসচেতনতা বৃদ্ধির কক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এবং বিচার প্রার্থী জনসাধারণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় হাইমচর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইথোয়াইহলা চৌধুরীর পরিচালনায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় বিচারপতি হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, চেয়ারম্যান সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটি জাহাঙ্গীর হোসেন তিনি বলেন

এসময় প্রধান অতিথি বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন বাংলাদেশের নিরীহ জনসাধারণের আইনগত সেবাপ্রদান করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বিচার কার্যে সমতা আনতে হবে,তারি ধারবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা সরকার নিরীহ সাধারণ জনগোষ্ঠীর সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে লিগ্যাল এইড এর কার্যক্রম বিস্তার ও প্রসারের সূদর প্রদক্ষেপ বাস্তবায়ন করার উদ্দেশ্যে জনপ্রতিনিধিদের ভূমিকা রেখে উপজেলা কমিটি বাস্তবায় কার্যকর করেছেন।

সমাপনী বক্তব্যে নূর হোসেন পাটোয়ারী চেয়ারম্যান উপজেলা লিগ্যাল এইড কমিটি বলেন জনগণের দারপ্রান্তে সকল সেবা ও বিচারকার্য পৌঁছে দিতে আপনাদের পাশে সর্বদা আছে লিগ্যাল এইড।

বিশেষ অতিথি চাঁদপুরে মাননীয় জেলা ও দায়রা জজ, চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটির এস. এম. জিয়াউর রহমান, জান্নাতুল ফেরদাউস চৌধুরী বিচারক( জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুর, মুহাম্মদ সামছুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট চাঁদপুর, মোঃ কামরুল হাসান ম্যাজিস্ট্রেট চাঁদপুর, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আইনজীবী সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু বেলায়েত, জেলার পিপি সাইদুল ইসলাম বাবু, এডভোকেট আব্দুল রহমান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী জুলফিকার আলি জুলহাস সরকার, সরদার আব্দুল জলিল মাস্টার, আতিকুর রহমান পাটোয়ারী, সাউথ আল নাসের, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, হোসেন, হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, চরভৈরবী ইউপি সচিব আজাহারুল ইসলাম গাজী, উত্তর আলগী ইউপি সচিব মোহাম্মদ জসিম উদ্দিন রনি, বিল্লাল হোসেন, তয়ন রায়, নিরমুল চন্দ্র দাশ, ইউপি সদস্য আহমেদ আলী দেওয়ান, জেলা জজশীপের বিচারক, হাইমচর উপজেলা ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, জেলা আইনজীবীরা।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন আলগী বাজার সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মাওঃ মোঃ জিল্লুর রহমান ফারুকী।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:০১)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০