দেবী দূর্গার আবির্ভাব অশুভ শক্তিকে বিসর্জিত করতে পৃথিবীর সকল ধর্মেই শান্তির কথা বলা আছে- সুজিত রায় নন্দী

 

স্টাফ রিপোটার- শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকালে শহরের পুরান বাজার হরিসভা মন্দির মন্ডপ পরিদর্শন করে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন।

বস্ত্র বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। সারাদেশব্যাপী সারম্বরে দূর্গা পূজা উদযাপন হচ্ছে। আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতি যারা আঘাত হানতে চায় তাদের রুখতে হবে। পৃথিবীর সকল ধর্মেই শান্তির কথা বলা আছে। পৃথিবীর সকল ধর্মে সৃষ্টির সেরা জীব মানুষকে বলা হয়।

তিনি আরো বলেন, দেবী দূর্গার আবির্ভাব হয়েছিল অশুভ শক্তিকে বিসর্জিত করতে। জননেত্রী শেখ হাসিনা সারাদেশে পূজা যেন ভালোভাবে উপভোগ করতে পারে তারজন্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। আজকে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ১:১১)
  • ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১