বগুড়া জেলা প্রশাসক হিসেবে জিয়াউল হকের যোগদান

নিউজ ডেস্কঃ বগুড়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) মোঃ জিয়াউল হক দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার সকালে তিনি তাঁর কর্মস্থলে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন বলে জানিয়েছেন বগুড়ার এনডিসি মোঃ জহুরুল ইসলাম। এর আগে গত ২৫ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান এর স্বাক্ষরিত নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করে জন প্রশাসন মন্ত্রণালয়। নতুন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক সকালে তাঁর কার্যালয়ে এসে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। বগুড়ায় ২০১৮ সালের ৯ অক্টোবর থেকে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ফয়েজ আহাম্মদ গত ৫ জুন যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান। তার পর বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তা মোঃ জিয়াউল হককে গত ৯ জুলাই বগুড়া জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বগুড়ার সাবেক ডিসি ফয়েজ আহাম্মদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য হিসেবে পদন্নোতি পেয়েছেন। রোববার ৪ জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ১:০৩)
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১