ডাবুয়া খালে ফেলা হচ্ছে মুরগীর বিষ্ঠা দুষিত পানিতে ক্ষতি হচ্ছে রবি শষ্য

 

রাউজান প্রতিনিধিঃ রাউজানের ডাবুয়া খালে প্রতিনিয়ত নিক্ষিপ্ত হচ্ছে মুরগির খামারে সৃষ্ট বিষ্ঠা। রাঙ্গামাটির দুর্গম পাহাড়ী এলাকা থেকে সৃষ্ট এক শ্রোত খালটির দুপারে শত শত একর জমিতে এই খালের পানিতে রবি শষ্য উৎপাদন করে কৃষকরা। চাষাবাদে নিয়োজিত কৃষকদের অভিযোগ খালের ভিতর মুরগির খামারের বিষ্ঠা ফেলার কারণে পানি দুষিত হয়ে পড়েছে। এই খাল থেকে পানি উঠিয়ে কৃষি জমিতে সেচ দিলে ফসলের ক্ষতি হচ্ছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, রাউজান পৌরসভার চার নম্বার ওয়ার্ডের চিকদাইর ইউনিয়ন সংলগ্ন সন্দ্বিপ পাড়ার কাউছার আলম নামে এক ব্যক্তির বিশাল মুরগির খামার ডাবুয়া খালের কিনারায়। তার খামারে সৃষ্ট বজ্য তিনি ফেলছেন খালের ভিতর। স্থানীয় কৃষক আবুল কালামের অভিযোগ খামারীকে বার বার অনুরোধ করে জানানো হয়েছিল পানিতে বিষ্ঠা না ফেলানোর জন্য। জানানো হয়েছিল ফসলের ক্ষতির বিষয়টি। কিন্তু বিষয়টি আমলে না নিয়ে বজ্য ফেলা অব্যাহত রেখেছে। এই বিষয়ে জানতে খামারী কাউছার আলমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন মুরগির খামার আমার জায়গায়, খালও খামারের সাথে। মুরগির বিষ্ঠা খালে না ফেলে ফেলব কোথায় ? এতে আপনাদের মাথা ব্যথা কেন ? দুষণের শিকার খালটির পানি ব্যবহার করে ফসলের ক্ষতির বিষয়টি জানিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর শওকত হাসানের দৃষ্টিআকর্ষণ করলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৯:২৪)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১