ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

মোশারফ হোসেন ফারুক মৃধা :

বুধবার সকালে ফরিদগঞ্জ থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান বলেছেন, মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাংসহ সকল সামাজিক অপরাধ দুর করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজকে কুলষ মুক্ত করতে হলে আমাদের আগে সচেতন হতে হবে। যেই পরিবারের একজন সদস্য মাদকসেবী, সেই পরিবারের সদস্যরা জানেন তাদের দু:সহ জীবনের কথা। তাই মাদককে প্রতিরোধ করতে হলে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সকল মানুষকে এই বিষয়ে আরো বেশি সোচ্চার হতে হবে। আমরা পুলিশ বিভাগ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। জনগণ একটু এগিয়ে আসলেই আমরা মাদকমুক্ত সমাজ গড়তে সক্ষম হবো।

ফরিদগঞ্জ থানার এসআই জামাল হোসেনের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, প্রেসক্লাব সদস্য আবু তালেব, জসিম উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৩:১২)
  • ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১