রাউজানকে সবক্ষেত্রে সাজিয়ে সমৃদ্ধ করার আমার স্বপ্ন- ফজলে করিম চৌধুরী

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন,মানুষ স্বপ্ন দেখে ঘুমের মধ্যে, আমি স্বপ্ন দেখি জেগে জেগে। আমার স্বপ্ন রাউজানকে সবক্ষেত্রে সাজিয়ে সমৃদ্ধ করার স্বপ্ন।মানুষ মরণশীল, একদিন আমাকেও যেতে হবে। আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই, আমার স্বপ্নের উপর গড়ে উঠা সব কল্যাণকর কাজ ও প্রতিষ্ঠান।তিনি গতকাল মঙ্গলবার (১৭মে) গহিরা কলেজের একাডেমিক ভবন ও হোষ্টেল নির্মাণের জন্য সাংসদের ব্যাক্তিগত অর্থে অর্ধকোটি টাকা মূল্যের ১৬.২ কাঠা জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।এই অনুষ্ঠানে গহিরা কলেজের নাম এবিএম ফজলে করিম চৌধুরী কলেজ নামকরণ করার প্রস্তাব করেছেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।তার প্রস্তাব গ্রহণ করে একই অনুষ্ঠানে গহিরা কলেজের সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ গহিরা কলেজের নাম এবিএম ফজলে করিম চৌধুরী কলেজ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সকলকে আশ্বস্ত করেন।গহিরা কলেজস্থ ফজলে করিম চৌধুরী অডিটেরিয়ামে অনুষ্ঠিত সুধি সমাবেশ সঞ্চালনা করেন রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, থানার ওসি আব্দুল্লাহ আল্ হারুন, গহিরা কলেজের অধ্যক্ষ এ টি এম শাহ্ আলম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, আলমগীর আলী, আওয়ামীলীগ নেতা শ্যামল পালিত, কামরুল হাসান বাহদুর, জসিম উদ্দিন, ডা: দীপক দত্ত, এডভোকেট সমীর দাশ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন, মুছা আলম খাঁন চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, কাজী রাশেদ, , উপজেলা ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, শিফুল ইসলাম চৌধুরী,ব্যবসায়ী নেতা আবদুল্লাহ আল মতিন, মোজাম্মেল হক খোকন, বাবুল সওদাগর, কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ, কামরুল হাসান, জনি দাশ, নয়ন হোসেন, সাগর, প্রমুখ। অনুষ্ঠানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রেজিষ্ট্রি করা জমির দলিল হস্তান্তর করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের হাতে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ১১:২৮)
  • ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১