সীতাকুন্ড ট্র্যাজেডিতে ফায়ারলিডার কচুয়ার এমরান হোসেনের দাফন সম্পন্ন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
চট্টগ্রামের সীতাকু-ে কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে বিষ্ফোরণে নিহত এমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে।
সোমবার রাতে নিহতের মরদেহ তার নিজ গ্রাম কচুয়ার সিংআড্ডায় পৌঁছায়। মঙ্গলবার সকাল আটটার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরহুমের লাশ দাফন করা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, নিহত এমরান হোসেন মজুমদার কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকু-ে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে তিনি মারা যান। ফায়ারলিডার এমরান হোসেন মজমুদারের নামাজের জানায়ায় এলাকার শত শত লোক অংশ নেয়।
তার কপিনে জাতীয় পতাকা আচ্ছাদিত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গার্ড অব অর্নার শেষে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্যাহ, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মাহাতাব মন্ডল, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেয়। এমরান হোসেন মজুমদারের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:১২)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১