বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদপত্র বিতরন

নাঈম মিয়াজী :
মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়েছে। ২৮ জুন সোমবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষঠিত পুরুষ্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসনের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য জাকির হোসেন, সাড়ে পাঁচানী সিনিয়য়র ফাজিল মাদ্রাসার প্রভাষক পীরজাদা মাওলানা এনামুল হক,নাউড়ী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম,  সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মাস্টার প্রমুখ।
পড়ে মেধা অন্বেষন প্রতিযোগিতায় ১২ জন শিকার্থী, শিক্ষক ও শিক্ষা  প্রতিষ্ঠানসহ  ৫৭ জনকে সনদপত্র ও পুরুস্কার বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সন্ধ্যা ৭:৫১)
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১