ঝিকরগাছায় করোনা প্রতিরোধেক সামগ্রী বিতরণ করেছেন মেয়র জামাল

 

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যান্তরের প্রথম পর্যায়ে ৯টি ওয়ার্ডের ৩৬টা মসজিদের মুসল্লিদের জন্য করোনা সচেতনা সৃষ্টি করতে করোনা প্রতিরোধেক সামগ্রী ও লিফলেট বিতরণ করেছেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় তিনি বলেন, আবারও আমাদের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। যার কারণে করোনার প্রতিরোধেক সামগ্রী হিসেবে পৌরসভার অভ্যান্তরের প্রতিটি মসজিদের মুসল্লিদের জন্য ৫বক্স মাক্স, মসজিদ পরিস্কার রাখার জন্য ১লিটার স্যাভলোন, ১ডজন এন্টিসেপটিক সাবান দেওয়া হয়েছে। প্রয়োজনে আবারও দেওয়া হবে। এছাড়াও মাদক ছেড়ে খেলা মাঠে ফিরিয়ে আনতে পৌরসভার অভ্যান্তরের প্রতিটি ওয়ার্ডের শিশু কিশোরদের মধ্যে খেলার প্রতি উৎসাহ বাড়াতে ১১পিচের সেট জার্সি ও ৫টি করে ফুটবল দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় পৌর মেয়রের কার্যালয়ে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, জেসমিন সুলতানা, নাজমুন নাহার, কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফুর রহমান, সাজ্জাতুল জামান রনি, আব্দুল আলিম গাজী, একরামুল হক খোকন, নুরুজ্জামান (বাবু), আমিরুল ইসলাম রাজা, তারিকুজ্জামান, ইউনুছ আলী, পৌরসভার সচিব সন্তোষ হাজরা, সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, হিসাব রক্ষক খায়রুল আলম সহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:৪৪)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১