রাউজানে কৃষি ব্যাংক থেকে ২৩ জন কৃষককে ২৬ লাখ টাকা ঋণ বিতরণ

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় ব্যাকিং কার্যক্রম শুরু করেছে। নতুন ভবনে কৃষি ব্যাংক রাউজান শাখার কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের শষ্য, মৎস্য, প্রাণী সম্পদ, এসএমই এবং কৃষি ভিত্তিক প্রকল্প খাতে ঋন বিতরণের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক মো. লোকমান হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিরেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রামের মুখ্য অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল মোবারক, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহা ব্যবস্থাপক মো. শফিউল আজম বলেন, করোনার প্রাদুর্ভাব চলাকালে রাউজান উপজেলার চারটি কৃষি ব্যাংকের শাখা থেকে ৩ হাজার ৯ শত ২০ জন ক্ষতিগ্রস্থ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবিকে ৩১ কোটি টাকা ঋন সহায়তা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে ২৩ জন কৃষককে ২৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:২৫)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১