ঘোড়াশালে ডাকাতি : ১৬ ভরি স্বর্ণ-টাকা-ল্যাবটপ লুট

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদেশ ফেরত এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ভবনের রেলিং ভেঙে ঘরে প্রবেশ করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়।

আজ মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যোর পাড়া গ্রামের প্রবাসী কামাল সারোয়ারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুতলা ভবনের রেলিং ভেঙে ৪ থেকে ৫ জন মুখোশদারী লোক ঘরে প্রবেশ করে। পরে একে একে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি খুলে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে নেয়।

এ ঘটনায় সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:১৪)
  • ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১