রাউজানের কদলপুরে বন নিধন করা কাঠ জব্দ

 

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রাউজানের ৮নং কদলপুর ইউনিয়নে বনবিভাগের গাছ কেটে পাচার করার জন্য স্তুপ করে রাখা কাঠ জব্দ করেছে বন বিভাগ। গতকাল কদলপুর
হযরত আশরাফ শাহ মাজারের পাশ থেকে সংরক্ষিত বনভূমির গামরী, মেহগনী, রেন্ট্রী চারা গাছ কেটে পাচার করার জন্য স্তুপ করে রাখে পাচারকারীরা। এই গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ এর আওতাধিন রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বন কর্মী ও রাউজান থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব জব্দ করে।এতে ১শত ১২ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয় । রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন, উদ্ধার করা কাঠ রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসে এনে জব্দ করা হয়েছে।এ ব্যাপারে বন আইনে পৃথক পৃথক দুটি মামলা আদালতে দায়ের করা হয়েছে।এই ধরনের অভিযাণ চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১:৪৫)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১