কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার

 

মোঃ আসাদুল্লাহ সনি, জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, এর একটি চৌকশ দলের বিশেষ অভিযানে মোছাঃ তানিয়া খাতুন (১৩) কে উদ্ধার এবং ধর্ষণ অপহরণকারীকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত হলেন, মোঃ আক্তারুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান রবিন (২১)

রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাজারস্থ জনভাসংঘ ক্লাব এর সামনে থেকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম মোছাঃ তানিয়া খাতুন (১৩) কে উদ্ধার এবং উক্ত আসামীকে গ্রেফতার করেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিত সূত্রে জানা যায়, উল্লেখ্য, গত ইং ২১/১২/২০২২ তারিখে ভিকটিম মোছাঃ তানিয়া খাতুন (১৩) সন্ধ্যা অনুমান ১৮:০০ ঘটিকায় তার বাড়ীর সামনের রাস্তায় বের হয়ে গেলে আর ফেরত না আসায় অনেক খোঁজাখুজির পরও পাওয়ায় যায়নি।

আরও যানান, সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করে এবং উহার ০১টি কপি র‍্যাব ক্যাম্পে জমা দিলে মোছাঃ তানিয়া খাতুন (১৩) কে অজ্ঞাত অবস্থায় নিয়ে যাচ্ছিল, তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের অবস্থানের উপর ভিত্তি করে মোছাঃ তানিয়া খাতুনকে উদ্ধার এবং উক্ত আসামীকে গ্রেফতার করেন।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:২৯)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০