মতলব উত্তরের পশ্চিম সুজাতপুর ঘোষ বাড়িতে নাম সংর্কীতন

 

নাঈম মিয়াজী :
মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুর ঘোষ বাড়ি, শীল বাড়ি মহাদেব প‚জায় নাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রæয়ারী সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ সংর্কীতন আয়োজন করে স্থানীয় হিন্দু সম্প্রদায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, বাঙালী জাতির জন্য যেকোন উৎসব অসম্প্রদায়িক হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করলেও সর্বপরি আমরা বাঙালী। তাই যেকোন ধর্মের অনুষ্ঠান অসম্প্রদায়িকত ভাবে সবাই পালন করতে পারছে। এটা আওয়ামী লীগ সরকারের অবদান। আওয়ামী লীগ সরকার কোন অশান্তি বা বিশৃঙ্খলা চায় না। তাই সকল ধর্মের মানুষই যার যার ধর্ম শান্তি মত পালন করতে পারছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, তা বিগত দিনে কোন সরকার করতে পারেনি। বাংলাদেশের জন্য একমাত্র শেখ হাসিনাই যোগ্য প্রধানমন্ত্রী। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাবু শ্রীযুক্ত যোগেশ ঘোষ মাস্টারের সভাপতিত্বে ও অরুণ ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইন উদ্দিন প্রধান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভ‚ঁইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মামুন প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল হাসান, ছাত্রলীগ নেতা জিশান, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল ঘোষ, শ্রীকৃষ্ণ শীল, প্রভাষক সমির ঘোষ, মাখম শীল, রাখল ঘোষ, সাবেক মেম্বার দিলীপ ঘোষ, করুনা ঘোষ, দুলাল ঘোষ, গৌরাঙ্গ শীল, বিমল শীল, পান গোপাল শীল, আনন্দ শীল, নেপাল ঘোষ, আকাশ মেম্বার, দুর্য ঘোষ, সূর্য ঘোষ’সহ হিন্দু সম্প্রদায়ের শতশত নারী-পুরুষ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১১:২১)
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১