মোহনপুর ইউপি’র উপ-নির্বাচন চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা

 

নাঈম মিয়াজী :
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষনা করেছেন রিটানিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক। সোমবার দুপুর ৩টায় মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান। স্বতন্ত্র প্রার্থী ১১জন। তারা হলো- কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, অ্যাডভোকেট মো. সেলিম মিয়া, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন কাজী, কাজী আবু জাফর, মো. বদিউল আলম, আবু হানিফ অভি, শরিফ মাহমুদ সায়েম, ফয়সাল আহমেদ, রেজাউল করিম, হাবিবুর রহমান তপাদার।
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রæয়ারি সোমবার পর্যন্ত প্রাথীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান পদে মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
একই দিন মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ২জন প্রার্থীর মনোনয়নপত্রও যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা নির্বাচন কার্যালয়ে কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মোহনপুর ইউপি’র উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী শ্যামল চন্দ্র দাস ও আতাউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ২:১৫)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১