বাড়ছে দেশে প্রতিদিনই শিক্ষিত বেকার
জুয়াখোর নেশাখোর অবসরের শিকার।
পেনশন নিয়ে যারা আছেন অবসরে,
কাজ ছাড়া ঘরে বসে কাটে দিন কি করে।
ট্যাক্স খাজনা বিল বাড়ায় নতুন কৌশলে
মিছিল-মিটিং খুন হয় অবসরের ফলে।
নদীতে মাছ নেই জেলে দেনার চিন্তা করে
মহাজনরা দাদন দিয়ে থাকে অবসরে।
নাই কোনো ভয় ডর গতর যা,র নির্ভর
খেলা দেখে দিনভর সব যেন অবসর।
অবসরে হানিমুন করে সঙ্গে নিয়ে নারী
মেহনতের ছাপ নিয়ে শ্রমিক ফিরে বাড়ি।
ফুটপাতে ক্যানভাসার বসায় শুধু মজমা
অবসর লোক গুলো হচ্ছে সেথায় জমা।
সব কবি কবিতা লিখেন বসে অবসরে
ব্যস্তআমি কবিতা লিখি কাজের অবসরে ।
আপডেট টাইম : সোমবার, মে ২২, ২০২৩, ৩৯৬ বার পঠিত