মোশারফ হোসেন ফারুক মৃধা :
চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে তানজিনা মানহা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ মে মঙ্গলবার সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামের তাজুল ইসলামের ৩ বছরের মেয়ে তানজিনা মানহা মঙ্গলবার সকালে খেলার সময়ে সকলের অগচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে তাকে ভেসে থাকতে দেখে বাড়ীর লোকজন দ্রুত ফরিদগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শিশুটিকে হাসপাতাল নিয়ে আসে। আমরা শিশুটিকে দেখার পর মৃত ঘোষণা করি।