হালদায় মা মাছের ডিম ছাড়ার শেষ ভরসার অমাবস্যার ৬ষ্ঠ জোঁ

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি,:
দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার শেষ জোঁ (অমাবস্যার তিথি) গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।এই সময় বজ্রপাতসহ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি ও পাহাড়ি ঢল নেমে আসলে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার
অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলে হালদা গবেষকরা জানান। গত এপ্রিল মাস থেকে শুরু হওয়া প্রজনন মৌসুমে পরপর পাঁচটি জোঁ (ডিম ছাড়ার সময়) অতিক্রম হলেও খুবই সামান্য পরিমাণে নমুনা ডিম পাওয়া গিয়েছিল গত ১৭ মে বুধবার হালদা নদীর বিভিন্ন স্থানে।এরপর থেকে হালদার পাড়ের ডিম সংগ্রহকারীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে নদীতে।এখন ডিম ছাড়বে মা মাছ এই নিয়ে ডিম সংগ্রহকারীদের হতাশা বেড়েই চলেছে। হালদা গবেষক, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, ১৫ জুন থেকে শুরু হয়েছে কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার ৬ষ্ঠ জোঁ অর্থাৎ অমাবস্যার জোঁ, যা ২০ জুন পর্যন্ত চলবে। এই সময় বজ্রপাতসহ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি এবং পাহাড়ি ঢল নেমে আসলে হালদা নদীতে অনূকুল পরিবেশ সৃষ্টি হবে।আশা করছি এই জোঁতে পুরোদমে ডিম ছাড়তে পারে কার্পজাতীয় মা মাছ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (ভোর ৫:০৩)
  • ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১