ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি মামুনুর রশীদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক আব্দুস সোবাহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আনিসুর রহমান সুজন, দৈনিক চাঁদপুর সময় এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন, জাকির হোসেন, সাংবাদিক গাজী মমিন, শামীম হোসেন প্রমূখ।
এসময় দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল সাংবাদিককে দৈনিক চাঁদপুর সময় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং ফরিদগঞ্জের সাংবাদিকদের সাংগঠনিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সকল সাংবাদিকদের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
উল্লেখ্য গত শুক্রবার ১৬ জুন ২০২৩ ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা এবং দৈনিক চাঁদপুর কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক আনন্দ বাজার পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর কন্ঠ’র নিজস্ব প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদ