সারোয়ার হোসেন, তানোর: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের তিন বারের সফল সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরীর গুছানো আওয়ামী লীগের রাজনীতির মাঠ ধ্বংস করতে মরিয়া হয়ে উঠে পড়ে মাঠে নেমেছেন বিদ্রোহীদের মদদদাতা কিছু বগি আওয়াজ তোলা কুচক্রী মহলের চক্রান্তকারীরা বলে তৃনমূল নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন। এতে করে পদপদবী হারানো বগি আওয়াজ তোলা কুচক্রী কারিদের জন্য দীর্ঘদিনের প্রচেষ্টায় গুছানো মাঠ নষ্ট হতে বসেছে।
তৃনমূল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, তানোর-গোদাগাড়ী উপজেলা জুড়ে ছিলো একসময় বিএনপি ও জামাতের আখড়া। এখানে বিএনপি জামাতের ভয়ে কোনঠাসা হয়ে ছিল সাধারন নাগরিকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনের পর দিন এখানে বিএনপি জামাতের দাপটে রাজ পথে নামতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা,পারেনি পথে ঘাটে কোন মিছিল মিটিং,সমাবেশ,জনসমাবেশ করতে।
অথচ আজ তানোরে সব বাধা ভয়ভীতি দূর করে উপজেলা বাসীর কাছে একটি জনপ্রিয় দল হয়ে উঠেছে তানোর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন। দেখে মনে হবে কিসের বিএনপি জামাত, তানোর গোদাগাড়ীতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। কিন্তু নিজ দলের কিছু দলছুট বগি নেতা এমপি ওমর ফারুক চৌধুরীর কাছে থেকে অবৈধ সুবিধা হাসিল করতে না পেরে মাঠে ঘাটে এমপি বিরোধী বগি আওয়াজ দিয়ে গুছানো মাঠ ঘোলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরা তৃণমূল নেতাকর্মীদের কাছে বিভিন্ন সময় এমপি বিরোধী অপপ্রচার করতে গিয়ে মুগুরও খেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে তারা।
তৃনমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের করুণ দূর্দিনে তানোর-গোদাগাড়ী উপজেলাসহ রাজশাহী জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন কে চাঙ্গা করে তুলতে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ও তানোর গোদাগাড়ী আসনে নৌকা প্রতীক দিয়ে এমপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এতে প্রথমবার বিএনপির হেভিওয়েট নেতা, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হকের কাছে সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন। পরাজিত হয়ে ফারুক চৌধুরী ভেঙে না পড়ে তার সকল মেধাযোগ্যতা দিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নেমে পড়েন মাঠে ঘাটে। শুরু করেন তানোর গোদাগাড়ীতে আওয়ামী লীগের সভা সমাবেশ করতে। ফলে তানোর গোদাগাড়ীর মাটিতে আওয়ামী লীগের সভা সমাবেশ দিনের পর দিন বেড়ে যাওয়া দেখে বিএনপি জামাত শুরু করলো আওয়ামী লীগের সভা সমাবেশে হামলা মামলা।
যেনো কোন ভাবেই তানোর গোদাগাড়ীতে আওয়ামী লীগ কে মাথাচাড়া দিতে দিবেনা বিএনপি জামাত। কিন্তু বিএনপি জামাতের চক্ষুভয় কে তোয়াক্কা না করে এমপি ওমর ফারুক চৌধুরী আরো বেপরোয়া ভাবে শুরু করেন বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই। বিএনপি জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মাঠে ঘাটে মিটিং মিছিল, হরতাল, সভা সমাবেশ,পথসভা। যার ফলে, আওয়ামী লীগের রাজনীতি তানোর গোদাগাড়ীতে সফল ভাবে বিচরণ হতে শুরু করলো। ফুরফুরে মেজাজে রাজনীতির মাঠে জেগে উঠতে লাগলো আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা।
তৃণমূল নেতাকর্মীরা চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আরো বলেন, যে মানুষটি আওয়ামী লীগের দূর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ঘাটে বিএনপি জামাতের সাথে যোদ্ধা করে তানোর গোদাগাড়ীতে আওয়ামী লীগ কে প্রতিষ্ঠিত করেছে, আর আজ সেই মানুষের বিরুদ্ধে রাজশাহী জেলা আওয়ামী লীগের এক নেতার নেপথ্যে মদদে প্রাসাদ ষড়যন্ত্রের জাল বিস্তার লাভ এবং উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের একশ্রেণীর বগি (মতলববাজ) নেতাদের সমন্বয়ে জোট বেঁধে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে।
সিন্ডিকেটের পরিকল্পনা ও উদ্দেশ্যে হলো নির্বাচন করা নয় বরং নির্বাচনে প্রার্থী হবার আওয়াজ তুলে দলীয় প্রার্থীদের কাছে থেকে (নগদ-নারায়ন) কিছু অবৈধ সুবিধা আদায় করা। আর সিন্ডিকেটের এই পরিকল্পনা ও কৌশল নিয়ে শক্তভাবে মাঠে নেমেছে এবং পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে ইতিমধ্যে সিন্ডিকেট সদস্যরা এমপি ওমর ফারুক চৌধূরীর বিরুদ্ধে অপপ্রচার ও বিষাদাগারের মাধ্যমে এমপি ওমর ফারুক চৌধূরীর ওপর চাপ সৃষ্টি করে অবৈধ সুবিধা আদায় করতে মরিয়া হয়ে উঠেছে। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার জানান,তানোর গোদাগাড়ী আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা কখনোই আওয়ামী লীগ হতে পারেনা, যারা একজন জনপ্রিয় নেতা কে নিয়ে মাঠে ঘাটে মিথ্যাচার ছড়াচ্ছেন তারা এখনো সময় আছে সাবধান হয়ে যান,নয়তো আপনার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে পালানোর পথ খুঁজে পাবেন না কেউ। যখন আওয়ামী লীগের দূর্দিন তখন আমাদের এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের কান্ডারী হয়ে মাঠে ঘাটে থেকে আজকের আওয়ামী লীগের অঙ্গসংগঠন কে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। তানোর গোদাগাড়ীতে আওয়ামী লীগ মানেই এমপি ওমর ফারুক চৌধুরী।
সারোয়ার হোসেন
১৯জুন/২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮