রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিষাক্ত সাপের কামড়ে মরিয়ম খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (গাবতলা) গ্রামের ওহিদ শেখ’র কনিষ্ঠ কন্যা।
জানা গেছে যে, ২০ জুন মঙ্গলবার রাত ৯ টার দিকে নিজের ঘরে বই পড়ছিল মরিয়ম৷ বই পড়ার সময় মরিয়মের অজান্তেই পায়ে ছোবল দেয় বিষাক্ত কেউটে সাপ। এর কিছুক্ষণ পরে মরিয়মের শরীরে বিষক্রিয়া শুরু হয়। যন্ত্রনাতে কাতরাতে থাকে। সাপে কামড়েছে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে মরিয়মকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ নাবালক শিশু মরিয়মের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট।
তাং-২১/০৬/২০২৩
মোবাঃ ০১৯৯২০৯০০৭৪