বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুরের প্রতিবাদে রাউজানে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম,)প্রতিনিধি:
চট্টগ্রামের জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা। গতকাল বুধবার দুপুর ১২ টার সময়ে রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বারাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তানেরা। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মলীগের আহবায়ক রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। মোসলেহ উদ্দীন কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউসূফ খান চৌধুরী, সাধন কুমার পালিত, মো. হাশেম চৌধুরী, এম হারুনুর রশিদ, সুনীল চক্রবর্তী, সত্যজীত পালিত, বাদল পালিত প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের ঘটনায় জড়িতদেও শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে ইএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৪:১৪)
  • ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১