সারোয়ার হোসেন: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)নির্বাচনে তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা ভোটের মাঠে বাজিমাত করেছেন।
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউপির, ভারশোঁ গ্রামের বাসিন্দা তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা গত ২১ জুন রাজশাহী (রাসিক) নির্বাচনে সংরক্ষিত ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডে কাউন্সিল পদপ্রার্থী হন এবং ভোটের মাঠে নেচে গেয়ে প্রচারণায় ওয়ার্ডবাসীর মন জয় করে বিপুল ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভারশোঁ ইউপির সন্তান সুলতানা আহমেদ সাগরিকা। একটা সময় যেই সাগরিকাকে নিয়ে গ্রামবাসি নেতিবাচক মন্তব্য করতো, আজ সেই সাগরিকাকে নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা ভারশোঁ গ্রামবাসি। এখন গ্রামবাসি মনে করছে সাগরিকা ভারশোঁর গৌরব। ভারশোঁর বাসিন্দা হয়ে তিনি রাসিকে প্রতিনিধিত্ব করবেন এটা সত্যিই মিরাক্কেল, ভারশোঁর মানুষের কাছে তিনি নতুন অধ্যায় হয়ে থাকবেন সারাজীবন।
চলতি মাসের ২৫ জুন রবিবার বিকালে ভারশোঁ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের আয়োজনে ইউপি চত্তরে বিজয়ী সাগরিকা আহমেদ সুলতানাকে জাঁকজমকভাবে সংবর্ধনা দিয়েছেন।
এসময় ভারশোঁ ইউপির আসপাশের গ্রামের নারী পুরুষ এই সংবর্ধনার আয়োজনে আংশগ্রহন করে সাগরিকাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন।
সারোয়ার হোসেন