মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বালতিতে রাখা পানিতে পড়ে ডুবে মাগফিরাতুন জান্নাত নামে ১৫ মাস বয়সি এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার শিব নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু মাগফিরাতুন জান্নাত শিবনগর ইউনিয়নের গংগাপ্রসাদ গ্রামের মঞ্জুরুল ইসলাম ও লাভলী আরা দম্পতীর একমাত্র কণ্যা সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গংগাপ্রসাদ গ্রামের মনজুরুল ও তার স্ত্রী ঘুম থেকে উঠে তাদের ১৫মাস বয়সি কণ্যা শিশু মাগফিরতুন জান্নাত কে বাড়ীতে রেখে
বাড়ীর পাশে নিজ নিজ কাজে ব্যাস্ত থাকলে, সকলের অগচরে বারান্দায় রাখা বালতির পানিতে শিশুটি উপুড় হয়ে মাথা পানির নিচে ডুবে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি বালতির পানিতে ডুবে আছে।
ততখনাৎ শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এবং শিশুটির মৃত্যুর কারন নিশ্চিত হওয়ায়,তার আত্মীয় স্বজনের কোন অভিযোগ না থাকায় মৃতের পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের আবেদন করলে, পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
মোবাইল ০১৭৭০০৭০১১১