নিউজ ডেস্ক:
চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ডাঃ শেখ মহসিন এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা জানানো হয়।
তারা বলেন, ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারি। তাই আসুন, এই ঈদে পরস্পরের মধ্যে আনন্দ ও দু:খ ভাগাভাগি করে আমরা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।
আসুন আমরা মাদক ও সন্ত্রাস মুক্ত, পরিচ্ছন্ন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সকল সাংবাদিকবৃন্দের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।