রাউজান পরিত্যক্ত চায়ের দোকানের ছাদ থেকে ২৫ কেজি ওজনের অজগর উদ্ধার

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নে পরিত্যক্ত একটি চায়ের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন জনসাধারণ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব ডাবুয়া গ্রামের সার্বজনীন পূজা মন্ডপের পাশে অজিতের চায়ের দোকানের ছাদ থেকে উদ্ধার করা অজগর সাপটিকে চট্টগ্রাম বন বিভাগের একটি দল এসে বনে বনে অবমুক্ত করা হয়। স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন তালুকদার বলেন, অজগরটি দুপুর থেকে ওই চায়ের দোকানের ভেতর বিমে অবস্থান নেয়। এলাকাবাসী টের পেয়ে আমাকে খবর দিলে আমি বিষয়টি উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদারকে জানাই। রাউজান ফরেস্ট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন,ইউএনওর কাছ থেকে খবর পেয়ে চট্টগ্রাম বন বিভাগের একটি সাপ ধরা দলকে এনে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঠান্ডাছড়ি বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট ও ওজন প্রায় ২৫ কেজি। বনাঞ্চল উজাড় হওয়ায় খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ৪:০১)
  • ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০