অদ্য বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সভাপতিত্বে শুভ জন্মষ্টমী ২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন শুভ জন্মষ্টমী ২০২৩ উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে। শুভ জন্মষ্টমী উদযাপন র্যালি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
জন্মাষ্টমীকে কেন্দ্র করে কেউ যেন সাইবার দুনিয়ায় অপপ্রচার চালাতে না পারে, সেজন্য আমাদের জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।