প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করেছে কাতার আওয়ামীলীগ

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ
গত কাল ২৮ সেপ্টেম্বর দোহা সালিমার রেস্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ রাজ রাজিব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসে শ্রম কাউন্সিল জনাব মাকসুদুল কবীর।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ-সভাপতি মোস্তফা, কামাল দোয়া ও মোনাজাত করেন, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন খান।
দেশের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত সকলে।
আলোচনায় অংশ গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, প্রধান উপদেষ্টা ইসমাইল মিয়া, সি: সহ সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি আবু তাহের, মহিউদ্দিন চৌধুরী, মাসুদ শেখ, সৈয়দ আনা মিয়া, মাহবুবুর রহমান বাবু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু, যুগ্ন সম্পাদক মাহবুব আলম শিপন, ফারুক মোল্লা।
উপস্থিত ছিলেন জসিম উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম ভূইয়া, সোলাইমান গনি, ইঞ্জিনিয়ার সেলিম, মোস্থফা কামাল, নাঈম হাছান, মাইনুল ইসলাম, তৌফিক ভূইয়া, মাইনু উদ্দিন রনি, রহমতুল্লাহ ফারিয়াজ সহ অনেকেই।
বক্তরা বলেন শেখ হাসিনা জন্ম না নিলে আমরা গণতন্ত্র পেতাম না, সামাজিক ন্যায় বিচার পেতাম না, অর্থনৈতিক মুক্তি পেতাম না, ভোট ও ভাতের অধিকার পেতাম না, একটা মর্যাদাশীল দেশও পেতাম না এবং যুদ্ধাপরাধীদের বিচার হতো না।
বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, বাঙালি জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত করেছেন। শেখ হাসিনা আজ শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক হিসেবে অবতীর্ণ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৬:৩৩)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০