চাঁদপুর সদর উপজেলায় প্রধান শিক্ষকদের নিয়ে কৈশরকালীন পুষ্টি বিষয়ক অবিহিত করন সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
চাঁদপুর সদর উপজেলায় নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চাঁদপুর সদরের উদ্যোগে চাঁদপুর সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে প্রধান শিক্ষকদের নিয়ে অরিয়েন্টেশনের আয়োজন করা হয়। অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাদপুর জেলার সম্মানীত সিভিল সার্জন, ডা: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কামাল হোসেন। অবহিতকরন সভায় চাঁদপুর সদর উপজেলার ৫০ টি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। কৈশরকালীন পুষ্টি নিয়ে আলোচনা করে ডা: সাখাওত হোসেন মেডিক্যাল অফিসার (সিভিল সার্জন অফিস),
স্কুল স্ভিত্তিক কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম ও আয়রন ফলিক এসিড প্রোগ্রাম সম্পর্কে সেশন পরিচালনা করেন এডলোসেন্ট ওমেন হেলথ এন্ড নিউট্রিশন প্রোগামের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর পুষ্টিবিদ মো: এরশাদ খান সালমান। প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব, মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন,
স্কুল পর্যায়ের সাপ্তাহিক আয়রন ফলিক এসিড বিরতনে চাঁদপুর একটি মডেল জেলা, এ জেলায় কানাডা ভিত্তিক সংস্থা নিউট্রশন ইন্টারন্যাশনাল সার্বিকভাবে দেখভাল করায় মাঠ পর্যায়ে কার্যক্রম যথাযতভাবে বাস্তবায়ন হচ্ছে।

তিনি নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’কে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা: শাহাদাত হোসেন বলেন, স্কুল পর্যায়ে কিশোরীদেরকে স্বাস্থ্য শিক্ষা প্রদান করতে হবে ও মেধা বিকাশের জন্য কিশোরীদের সপ্তাহে ১ টি করে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর পাশাপাশি পারিবারিক পর্যায়ে পুষ্টিকর খাবার গ্রহনের পরামর্শ প্রদান করেন। সরকারের এই উদ্যোগকে স্কুল পর্যায়ে যতায়থভাবে বাস্তবায়ন করতে প্রধান শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৪:৪৮)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১