কবি মুহাম্মদ ফয়েজ খানের কবিতা- পথহারা পথিক

 

আজ জীবনযুদ্ধে হেরে যাওয়া
এক নাবিক আমি
গতিহীনভাবে চলতি পথ
এতটুকু চিন্তাও করতে পারবে না তুমি,
হৃদয়ের মাঝে আজ অমানিশার
ঘোর অন্ধকার বিরাজমান,
জীবনটা হয়ে গেছে আজ হইহুল্লর
বিহীন একেবারেই শুনশান,
স্বপ্নীল হৃদয়ের মাঝে আজ বাজেনা
আর কোন সুখের সুর,
অস্পষ্ট হৃদয়ের ব্যথা বুঝাবার মত
মানুষ আজ দূর বহুদূর,
বাতাসের ঝিরঝিরি শব্দের মাঝে
আজ যেন করুণ সুর বিরাজমান,
হতাশার অন্তরালে আহত বাসনায়
এই হৃদয়ে আজ সবই হয়ে গেছে বেমানান,
সুখের ঘরে দুখের আগুন
কেইবা কখনো তালাশ করে,
সুগবিহীন সোনার হরিণ
আজ অমানিশার অন্ধকারে
এই হৃদয় বিরাজ করে,
সবাই সবার মত আজ নিজেকে
গুছিয়ে নিয়েছে,
একটি মাত্র ভুলের দরুন
পিছিয়ে যাওয়া এই আমার
হৃদয়ে যেন ঘুনে ধরেছে

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৪:১৪)
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১