দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে।
দিনাজপুর শহরের তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ১১ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, প্রধান সমন্বয়ক মোঃ সাইফুজ্জামান প্রমুখ।
চুড়ান্ত খেলায় বালক দল বীরগঞ্জের ৩৬ নং জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় চিরিরবন্দরের খোচনা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয় লাভ করে।
এ ছাড়াও বালিকা দল আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নবাবগঞ্জ ২ গোলে উত্তর সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চিরিরবন্দরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি বলেন, দেশের ক্রীড়াঙ্গন দেশকে আলোকিত করেছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে নানা ধরনের সহযোগিতা ও খেলোয়াড়দের উৎসাহিত করছে। এ কারনেই ক্রিকেট, ফুটবলসহ প্রতিটি ক্রীড়া দেশের সুনাম বয়ে আনছে। বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে ক্রীড়াঙ্গন। দিনাজপুরের কৃতি সন্তান লিটন দাস ও হেমন্ত বিশ্বাস বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ও ফুটবলে প্রতিনিধিত্ব করছেন। এতে করে দিনাজপুরের নামটি বিশ্ব দরবারে সম্মান বইয়ে আনছে। তিনি আরও বলেন এই দিনাজপুর থেকে আরও খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। সময়ের অপেক্ষায়। তবে মাদক মুক্ত থাকতে হবে। একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয় মাদক। তাই বিশ্ব দরবারের পৌছাইতে গেলে মাদকমুক্ত থেকে ক্রীড়ার পিছনে ছুটতে হবে। খেলাধুলা শরীরকে ফিট রাখে।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।