মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন হাইমচর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নীলকমল ইউনিয়নের সাবেক তিন বারে সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লনী মিয়ার সুযোগ্য পুত্র মোঃ মহসিন মিয়া কিশোর।
রবিবার সকালে তিনি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন এর কাছথেকে প্রতিক সংগ্রহ করেন।
পরে মহসিন মিয়া কিশোর বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি যেন আমার বাবার আদর্শে জনগণের জন্য কাজ করতে পারি। গাজীপুর ইউনিয়নের ভোটারদের কাছে আবেদন আমাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।