মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৩ সালের ১৮ জানুয়ারি দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং ২১ জানুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গত শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী প্রেসক্লাব আয়োজিত কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত নির্বাহী সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেইসাথে নির্বাচন উপলক্ষে উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন হয়েছে।
ঘোষিত তফশীলে বলা হয়েছে, আগামী ২০২৩ সালের ০৪ জানুয়ারি বুধবার দুপুর ২টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ০৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রকাশিত খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, ০৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিট আপত্তি সম্পর্কে সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ, ০৭ জানুয়ারি শনিবার বিকেল ৪টা ৩০ মিনিট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন পরিচালনা পষিদের কাছ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, ১১ জানুয়ারি বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন পরিচালনা পষিদের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দান, ১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই পূর্বক প্রার্থীদের তালিকা প্রকাশ, ১৩ জানুয়ারি শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন পরিচালনা পরিষদ কর্তৃক প্রকাশিত প্রার্থীর তালিকা সম্পর্কে আপত্তি বা আপিল গ্রহণ, ১৪ জানুয়ারি শনিবার বিকেল ৪টা ৩০ মিনিট আপিল বা আপত্তি সম্পর্কে নিষ্পত্তি পূর্বক প্রার্থীদের তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ১৭ জানুয়ারি সোমবার দুপুর ২টা চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ১৮ জানুয়ারি বুধবার বিকেল ৩টা দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং ২১ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়র সাদাত মণ্ডল, সহ-সম্পাদক হারুন উর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজ জাহান সেতু, পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ, ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামানিক, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মণ্ডল, কার্যনির্বাহী পরিষদের সদস্য চন্দ্রনাথ গুপ্ত, রাজু কুমার গুপ্ত, আশরাফ পারভেজ, মোর্কারম হোসেন প্রমুখ।