জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা শেষ হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’।
১৮ ডিসেম্বর রবিবার দুপুরে মেলার সমাপনী দিনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব আলী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ।
স্থানীয় মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে অনুষ্ঠিত মেলায় উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩টি ও মাধ্যমিক পর্যায়ের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
সভা শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।