রক্তাক্ত জনপদ রাউজানে একসময় সাংবাদিকতা খুবই কঠিন ছিল-সৈয়দ ওমর ফারুক

 

রাউজান প্রতিনিধি:
পাঠক নন্দিত বীর দৈনিক চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক বলেছেন,রাউজান প্রেসক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে আমার দীর্ঘ আড়াই যুগের সম্পর্ক। এ বারের প্রেসক্লাব নির্বাচনে নবীণ প্রবীণ সমন্বয়ে চমৎকার একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে নেতৃত্ব সৃষ্টি হয়েছে। মফস্বল সাংবাদিকরা অত্যান্ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এক সময় রক্তাক্ত জনপদ রাউজানে সাংবাদিকতা খুবই কঠিন ছিল। তৎকালীন মঞ্চের রাউজান প্রতিনিধি শফিকে আমার অফিসে এসে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা।

বর্তমান রাউজান শান্তির জনপদে পরিনত হয়েছে। সাংবাদিকরা সত্য লেখনিতে আপষহীন ভাবে কাজ করার পরিবেশ পেছে বর্তমান সাংসদের কারণে। সাংবাদিকরা ঐক্যবন্ধ থাকলে সকল অন্যায়ের বিরুদ্ধে রোখে দাঁড়ানো সম্ভব হবে। তিনি গতকাল ২৬ ডিসেম্বর মঞ্চ কার্যালয়ে রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছাতে আসলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি এম রমজান আলী, সহ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, মহিলা বিষয়ক সম্পাদিকা দিলু বড়ুয়া জয়িতা, সদস্য সাংবাদিক রায়হান ইসলাম, সাংবাদিক রতন বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:১৫)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১