ইউক্রেনীয় সামরিক বাহিনী ডিনিপার নদীর বাম তীরে তাদের নাশকতাকারীদের ব্যাপক অবতরণের প্রচেষ্টা পরিত্যাগ করেছে। ইউক্রেনীয় মিডিয়া এ বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করছে তার বেশিরভাগই ভুয়া।
বৃহস্পতিবার খানসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নরের একজন ফ্রিল্যান্স উপদেষ্টা আলেকজান্ডার মালকোভিচ এ তথ্য জানিয়েছেন। খবর তাসের।