স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যম ক্রাইম এ্যাকশন নিউজ ২৪ ডট কম নারী উন্নয়নে ও নারী জাগরনে বিশেষ অবদান রাখায় বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানকে সম্মাননা প্রদান করেন।
৩১শে ডিসেম্বর দুপুরে চাঁদপুরের অভিজাত রেস্টুরেন্টে এলিট চাইনিজে ক্রাইম এ্যাকশন নিউজ ২৪ ডট কম নিউজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্য চাঁদপুরে করোনায় সম্মুখ যোদ্ধা ডাক্তার নার্স সাংবাদিকসহ ভাল কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করেন ক্রাইম অ্যাকশন নিউজ পরিবার। সাংবাদিক আরিফুল ইসলাম শান্তের সঞ্চালনায় এবং ক্রইম এ্যাকশনের প্রকাশক ও সম্পাদক বিপ্লব সরকার এর সভাপতিত্বে এ সময়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম। আরো বক্তব্য রাখেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন মিঠু, ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক এম কে মানিক পাঠান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি শাওন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক নজির হোসেন অপু, চাঁদপুর জেলা হোটেল রেঁস্তারা মালিক সমিতির সাধারন সম্পাদক হাজী মাসুদ আখন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হোসেন ভূইয়া,চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মো. নজির হোসেন মিয়াজী অপু। আলোচনা সভা শেষে ক্রাইম এ্যাকশন নিউজ পোটালের কর্মরত ও বিভিন্ন অন লাইনের সাংবাদিকদের সাংবাদিকতায় অবদান রাখায় সম্মাননা স্বারখ প্রদান করা হয় এবং করোনাকালী যুদ্ধা হিসেবে ডাঃ সাজেদা পলিন, ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, শিক্ষা কেটাগড়িতে অধ্যক্ষ মোশারফ হোসেন, আইনজীবী অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন মিঠু,চাঁদপুর সদর হাসপাতালের প্যাথলজিস্ট আব্দুল মালেক মিয়াজি, জেলা সলামী আন্দোলনের সভাপতি জয়নাল আবেদীন কে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ক্রাইম এ্যাকশন নিউজের সম্পাদক বিপ্লব সরকার বলেন
নারীদের ফ্রি প্রশিক্ষন প্রদান করে নিজ পায়ে সাবলম্বী করতে এবং নারীদের নিজ নামে পরিচয় করতে নিরলস কাজ করে যাচ্ছে চাঁদপুরের প্রথম নারী ট্রেনিং বেইজ সংগঠন “বিজয়ী” এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান যা সত্যিই প্রশংসার। নারী জাগরনে অগ্রগামী ভূমিকা রাখছে বিজয়ী।
সম্মাননা পেয়ে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধন্যবাদ এটি আমার জন্য অনেক গর্বের ও সম্মানের, এই সম্মাননা শুধু আমার নয়, বিজয়ী এর সকল সদস্যদের । এমন পুরস্কার অর্জনে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমি ক্রাইম এ্যাকশন নিউজের সম্পাদক বিপ্লব সরকারসহ নিউজ পরিবার ও আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনাদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি প্রতি বছর দেশের নারীদের কে সম্মানিত করে তাদের পথ চলাকে আরও গতিশীল করে দিবেন। শুধু মাত্র নারী উদ্যোক্তা নয় পাশাপাশি ছেলে উদ্যোক্তাদেরকেও সম্মাননা দিয়ে উৎসাহিত করবেন।
তানিয়া খান আরও বলেন ২০২০ সালের ২৬শে ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে বিজয়ীতে। শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো।