থার্টিফার্স্ট উদযাপন উপলক্ষে উচ্চ সাউন্ডে গান বাজানো থেকে বিরত থাকুন -ওসি ফয়সাল বিন আহসান

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস মহামারির কারণে দেশে গত দুই বছর সীমিত আকারে নববর্ষের অনুষ্ঠান পালন করা হয়েছে। ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর রাতে দেশের বিভিন্ন এলাকায় সরকারি নিয়ম মেনে নির্ধারিত অনুষ্ঠান পালিত হবে থার্টিফার্স্ট উদযাপন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, উৎসবের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। কেউ কেউ আনন্দের আতিশয্যে পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গতিতে গাড়ি ও মোটর সাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা ও দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটায়।এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক স্যারের দিক নির্দেশনায় যেকোন ধরনের উদ্ভব পরিস্থিতি রোধে সদর মডেল থানা পুলিশ সোচ্চার রয়েছে। ৩১ ডিসেম্বর রাতে পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গতিতে গাড়ি, মোটরসাইকেল চালানোসহ যে কোনো ধরনের অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নওগাঁ সদর উপজেলা বাসিকে অনুরোধ জানানো হলো।পাশাপাশি সন্ধ্যার পর উন্মুক্ত স্থান বা বাড়ির ছাদে যে কোনো ধরনের নাচ-গান ও ডিজে পার্টির আয়োজন থেকে বিরত থাকার পাশাপাশি খোলা পিকআপ, ভ্যানে সাউন্স সিষ্টেম লাগিয়ে পাড়া মহল্লায় ঘুরেঘুরে উচ্চ সাউন্ডে গান বাজানোসহ জন-নিরাপত্তা ও শান্তি- শৃঙ্খলা বিঘ্নিত হয় এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদের বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ১২:৩১)
  • ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১