রাউজান পৌরসভার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে শুষ্ক আবর্জনা ফেলার জন্য ২ হাজার ঝুঁড়ি বিতরণ

 

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন,দোকানের সামনে,বাড়ি, বাসা বাড়ির অংশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকলেরই দায়িত্ব।দোকানে ক্রেতা আসলে তাদের ময়লা ফেলার জন্য দোকান মালিককে ময়লার পাত্র রাখতে হবে।ক্রেতাদের বলতে হবে এটি ব্যবহার করতে। রাস্তা-ঘাটে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না। সবাইকে নিজ থেকে দায়িত্ব নিতে হবে রাউজানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। আমরা যদি নিজ থেকেই দায়িত্ব নিয়ে কাজ করলে রাউজান হবে একটি
পরিস্কার পরিচ্ছন্ন মডেল উপজেলা । শনিবার তিনি রাউজান পৌরসভার একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর তিনি
প্লাস্টিকময় পৃথিবী থেকে বেরিয়ে পরিবেশবান্ধব পাটের তৈরি বিশেষ ঝুঁড়ি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস আদালতে শুষ্ক আবর্জনা ফেলার জন্য প্রথম ধাপে ২ হাজার ঝুঁড়ি বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ৫০ হাজার বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর কাজী মুহাম্মদ ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, দিলীপ কুমার চৌধুরী, শওকত হাসান, নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেসা, পৌরসভার সুপারভাইজার ইকবাল হোসেনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ১:৪৮)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০